সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি রফিকুর রহমান আর নেই, প্রধান বিচারপতির শোক

সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি রফিকুর রহমান আর নেই, প্রধান বিচারপতির শোক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর রফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (৩ মে) সকাল ৬টা ১৯ মিনিটে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

আরও পড়ুন: ভালো বিচারক হতে হলে, মানুষের মন আগে বুঝতে হবে: অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিত দাশ গুপ্ত এ তথ্য ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: একটি দীর্ঘমেয়াদি জুডিসিয়াল প্ল্যান তৈরি করা হচ্ছে: প্রধান বিচারপতি

এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. রফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।