ঋণের টাকা বেনোভোলেন্ট ফান্ডের সাথে সমন্বয় করার অনুরোধ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (লোগো)।

সুপ্রিম কোর্ট বারের ১ নং হল রুমের এসি পরিবর্তনে সম্পাদকের কাছে আবেদন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের বসার স্থান তথা ১ নং হল রুমের অকার্যকর এসিগুলো পরিবর্তন করে ভালো ব্র্যান্ডের নতুন এসি লাগানোর জন্য আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ জুন) সমিতির সম্পাদক বরাবর এ আবেদন করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান।

আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ১ নং হল রুমে প্রায় এক যুগ আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ কর্তৃক কয়েকটি এসি অনুদান হিসেবে লাগানো হয়েছিল। এই এসিগুলো বর্তমানে অকার্যকর হয়ে গেছে। মাঝে মাঝে সার্ভিসিং করালেও এই এসিগুলো আর কাজ করছে না। ফলে তিব্র গরমে এই হল রুমে ভ্যাপসা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এই হল নং- ১ এ প্র্যাকটিসরত আইনজীবীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ইতোপূর্বে বিভিন্ন মেয়াদে সম্পাদকের কাছে মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এই অকার্যকর এসিগুলো পরিবর্তন করা হয়নি।

এছাড়া অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে, কয়েক বছর পূর্বে বারের হলরুম ও অবকাঠামো উন্নয়নে সরকার থেকে কোটি কোটি টাকা বরাদ্দ এলেও এই হল নং -১ এর এসি ও এসি সংলগ্ন জানালাগুলো পরিবর্তন করা হয়নি।

এছাড়াও এই হল রুমের পশ্চিম পাশে দুইটি নিম্নমানের চাইনিজ এসি লাগানো হয় যেগুলো কোন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে গ্রীষ্মের তিব্র তাপপ্রবাহে ১ নং হল রুমে প্র্যাকটিসরত আইনজীবীরা তাঁদের পেশাগত কাজ করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এমতাবস্থায় ১ নং হল রুমের সকল পুরাতন, অকার্যকর এসি অবিলম্বে পরিবর্তন করে ভালো ব্রান্ডের নতুন এসি প্রতিস্থাপন করে আইনজীবীদের পেশাগত দাতিত্ব পালনের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয় আবেদনে।