দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন ঘটনা

সংস্কার কাজ শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে বসল বিশেষ অধিবেশন। ‘সিরিমনিয়াল বেঞ্চ’ এ বিশেষ অধিবেশনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ অংশগ্রহণ করেন।

তৈরি হয় বিচারিক আবহ। এসময় এজলাসে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন সাবেক প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীবৃন্দ ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, এবারই প্রথম দেশের কোনো আদালতে তা আবার খোদ প্রধান বিচারপতির এজলাস কক্ষে খবর সংগ্রহ করতে ক্যামেরাসহ প্রবেশের অনুমতি পেলেন গণমাধ্যমকর্মীরা।