দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। তিনি এতদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
আশফাকুল ইসলাম ১৯৫৯ সালের ১৫ জুলাই মানিকগঞ্জের হরিরামপুরের পূর্ব খলিলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা এ কে এম নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট। আর মা জাহানারা আরজু একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন আশফাকুল ইসলাম।
প্রসঙ্গত, আজ প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেন। আজ বেলা আড়াইটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
এদিকে, ওবায়দুল হাসান ছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ পাঁচ বিচারপতি হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।