সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক (ফাইল ছবি)

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা করতে দুদকে আবেদন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের অনিয়ম-দুর্নীতি তদন্ত করে দ্রুত তার বিরুদ্ধে মামলা করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জানিয়েছে ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট (ফ্লাড) নামে একটি সংগঠন।

সংগঠনটির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ দুদকে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। ফ্লাডের সদস্য ব্যারিস্টার ফাইজা মেহরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনপত্রে এবিএম খায়রুল হকের মেয়াদকালে দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উত্থাপন করা হয়।

এতে উল্লেখ করা হয়, তিনি বিচারিক সিদ্ধান্তগুলো, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিষয়গুলোতে, এমনভাবে সিদ্ধান্ত নিয়েছেন যা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে গেছে, যা বাংলাদেশের বিচারব্যবস্থা ও গণতন্ত্রের স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করেছে। তৎকালীন সরকারের পক্ষে রায় দেওয়ার মাধ্যমে তিনি সরকারের কাছ থেকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া সহ আরও বিভিন্ন ধরনের অন্যায্য সুযোগ-সুবিধা নেন। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

আবেদনে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা হ্রাস পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে এবং জাতীয় সব প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য কমিশনকে তার বিরুদ্ধে তদন্ত-পূর্বক নিয়মিত মামলার দায়েরের অনুরোধ করা হয়েছে।