উচ্চ আদালতে বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টের ৫ দফা অভিমত
বিচারপতি (প্রতীকী ছবি)

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক

সরকারি ও কোর্টের অবকাশকালীন ছুটিতে আগামীকাল ৮ সেপ্টেম্বর (রোববার) থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ থাকবে। অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশন জজ হিসেবে বিচারপতি মো: রেজাউল হককে মনোনীত করেছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের ভেকেশন জজ মনোনীত করার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধান বিচারপতি আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশন জজ হিসেবে বিচারপতি মো: রেজাউল হককে মনোনীত করেছেন।

বিচারপতি মো: রেজাউল হক সেপ্টেম্বর মাসে ৯, ১১, ১২, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩০ তারিখ এবং অক্টোবর মাসে ২, ৭, ৮, ১৬ ও ১৭ তারিখ সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

এছাড়াও, প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে কয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছেন।

অবকাশে দুই ধাপে ১৪ বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রথম ধাপে আগামী ৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টের অতীব জরুরি বিষয়সমূহ নিষ্পত্তির জন্য ৭টি বেঞ্চ গঠন করা হয়েছে। ভিন্ন ভিন্ন বিচারিক এখতিয়ার সম্পন্ন এসব বেঞ্চের মধ্যে ৫টি দ্বৈত এবং ২টি একক বেঞ্চ রয়েছে।

দ্বিতীয় ধাপে ১ অক্টোবর সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হাইকোর্টের অতীব জরুরি বিষয়সমূহ নিষ্পত্তির জন্য ৭টি বেঞ্চ গঠন করা হয়েছে। ভিন্ন ভিন্ন বিচারিক এখতিয়ার সম্পন্ন এসব বেঞ্চের মধ্যে ৩টি দ্বৈত এবং ৪টি একক বেঞ্চ রয়েছে।

এদিকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশকালে আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগের অফিসের সময়সূচি রোববার থেকে বৃহস্পতিবার (সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত) নির্ধারণ করে দিয়েছেন।

রোববার থেকে বৃহস্পতিবার কার্যকাল সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে।