আইনজীবী ফোরামের ‘না’ সত্ত্বেও সভাপতির দায়িত্ব গ্রহণের ইঙ্গিত খোকনের

নীতিমালা না করে বিচারপতি নিয়োগ দেওয়া উচিত হয়নি : বার সভাপতি

সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দেওয়ার পূর্বে নীতিমালা করা উচিত ছিল। বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরির আগে হাইকোর্টে ২৩ বিচারপতি নিয়োগ দেওয়া উচিত হয়নি।

আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, সরকার অর্ডিন্যান্স জারি করে বিচারপতি নিয়োগ দিতে পারত। যে ২৩ জন বিচারক নিয়োগ দিয়েছেন, এদের অনেককেই চিনি। যারা সুপ্রিম কোর্টে ভালো প্র্যাকটিস করেন। আবার অনেককে চিনি না। এর মধ্যে দুই একজন এমনও আছেন যারা ৩ বছরে মাত্র একটি মামলা করেছেন।

এর আগে গতকাল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

তারা হলেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী, দেবাশীষ রায় চৌধুরী।

বুধবার তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি।