জাল সনদ দিয়ে গণস্বাস্থ্যের পরিচালক : দুদকে আইনজীবীর অভিযোগ
দুর্নীতি দমন কমিশন (দুদক) লোগো

দুদকের সাবেক উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে আইনজীবীর আবেদন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক আবু বকর সিদ্দিকর দুর্নীতি অভিযোগে তদন্ত চেয়ে দুদকে আবেদন করা হয়েছে।

আজ বুধবার (৯ অক্টোবর) দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন অ্যাডভোকেট হাসান এন্ড এসোসিয়েটস এর স্বত্ত্বাধিকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আবেদনে বলেছেন, বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, একজন সচেতন নাগরিক হিসেবে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। বিগত ২৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে কালের কন্ঠ পত্রিকায় প্রকাশিত শিরোনাম “জিনের বাদশা আবু বকর অবৈধ সম্পদেও বাদশা” প্রকাশিত হয়।

অত্যন্ত দুঃখের বিষয় জাতীয় দৈনিকের পাতা জুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোন উদ্যোগ গ্রহণ করে নাই। যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুন্ন করছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারি চাকুরিকে জনগণ অতি দ্রুত অর্থ উপার্জনের হাতিয়ার বলে মনে করছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

দুদকে দেয়া আবেদনে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আরও বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত কেউ যাতে বিদেশে পালাতে না পারে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোন টাকা উত্তোলন করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা একান্তভাবে আবশ্যক।

এছাড়া অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শুরু করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি যাতে বিদেশে পালাতে না পারে সেজন্য আদালতে বিদেশ গমনে নিষেধাজ্ঞার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ করা হয়েছে আবেদনে।