ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা জ্ঞানগর্ভের ভূমিকা পালন করে: বিচারক
চট্টগ্রাম আদালতে নবাগত আইনজীবীদের ১০দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণী অনুষ্ঠান

ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা জ্ঞানগর্ভের ভূমিকা পালন করে: বিচারক

চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন বলেছেন, আইনজীবীরা সমাজের নেতৃত্বের অগ্রভাগে থেকে ইতিহাসে শীর্ষস্থান দখল করেছেন। যুগযুগে আইনজীবীরাই সমাজের হাল ধরেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং আইনের শাসন রক্ষায় আইনজীবী সমাজ জ্ঞানগর্ভের ভূমিকা পালন করে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম আদালতে নবাগত আইনজীবীদের ১০দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণী অনুষ্ঠান আইনজীবী অডিটরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডিন ড. আবদুল্লাহ আল ফারুক প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন বলেন, দেশে যখন অগণতান্ত্রিক পন্থায় স্বৈরচারী অশুভ শক্তি জবরদখল পাথরের মত অবস্থান নেয় তখন তাদের প্রতিহত করার জন্য আইনজীবীরাই সর্বপ্রথম মাঠে নামেন এবং জন মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই সংগ্রামে নেতৃত্ব দেয়।

আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ

তিনি বলেন, আইনজীবীরা সমাজের নেতৃত্বের অগ্রভাগে থেকে ইতিহাসে শীর্ষস্থান দখল করেছেন। যুগযুগে আইনজীবীরাই সমাজের হাল ধরেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং আইনের শাসন রক্ষায় আইনজীবী সমাজ জ্ঞানগর্ভের ভূমিকা পালন করে।

মহানগর দায়রা জজ বলেন, আজকের তরুণ মেধাবী শিক্ষানবীশরাই এক সময় আইনের দিকপাল হবেন। চট্টগ্রামে অনেক প্রথিতযশা আইনজীবী ছিলেন যারা আইনাঙ্গনে এখনো শ্রেষ্ঠতের দাবীদার তাদের অনুসরন করে নবীনদের চলা দরকার।

আজকের নবাগতরা আমাদের পূর্বসূরীদের বীরত্ব ও ঐতিহ্য সংরক্ষনের ধারক ও বাহক হবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মো. জাকির হোসেন।

আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী।

অনুষ্ঠান যৌথ সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মো. কাশেম কামাল এবং পাঠাগার সম্পাদক আহমেদ কবির (করিম)।

কর্মশালায় ফৌজদারী আদালতের কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন খান, নতুন মামলা ফাইলিং এবং সাবমিশন যেমন হওয়া উচিত উক্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, আরোও প্রশিক্ষণ প্রদান করেন ড. মঈন উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি চন্দন দাশ, সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান খান, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী (জুয়েল), ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি অভিজিত ঘোষ, নির্বাহী সদস্য যথাক্রমে আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী (রায়হান), শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, নুর হোসেন, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নী, আয়শা আকতার সানজিসহ নবাগত প্রায় ৪০০ জন আইনজীবী।