মৌলভীবাজারের নতুন সরকারি আইন কর্মকর্তাদের সাথে জেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় সভা

মৌলভীবাজারের নতুন সরকারি আইন কর্মকর্তাদের সাথে জেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় সভা

দেশের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে সরকারি আইনজীবী নিয়োগদানের পর মৌলভীবাজারের জেলা প্রশাসক অফিসে যোগদান করলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের ৪২ জন সরকারি আইন কর্মকর্তা।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো: ইসরাইল হোসেন আজ সোমবার (২৮ অক্টোবর) নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এবং সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ।

আরও পড়ুন: ভূমি অধিগ্রহণ নিয়ে প্রায়ই অনিয়মের তথ্য পাওয়া যায়: ভূমি উপদেষ্টা

সরকারি আইন কর্মকর্তাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্য সভায় অংশগ্রহণ করেন। সভায় আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলার সদ্য নিয়োগপ্রাপ্ত ৪২ জন সরকারি আইন কর্মকর্তা যোগদান করেন।

সভায় জেলা প্রশাসক সকল আইনজীবীদের মতামত গ্রহণ করেন এবং সরকার পক্ষের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং রাষ্ট্রের স্বার্থে কাজ করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর বিগত সরকারের আমলে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তাদের অপসারণ করে নতুন করে দেশের সকল আদালতে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারে অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরীকে পাবলিক প্রসিকিউটর এবং অ্যাডভোকেট মামুনুর রশিদকে সরকারি কৌঁসুলি করে মোট ৪২ জনকে এ নিয়োগ প্রদান করা হয়।