মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : আইনজীবীদের জানার ও শেখার সুনির্দিষ্ট কোন সীমারেখা নেই। আইন পেশাকে সবসময় আপডেট রাখতে হলে, বিচারপ্রার্থীদের যথাযথ সেবা ও সুবিচার নিশ্চিত করতে হলে, আদালতকে সহায়তা করতে হলে আইন বিষয়ক প্রশিক্ষণ, ওয়ার্কশপ বা বিষয়ভিত্তিক সেমিনারে আইনজীবীদের অংশ নেওয়া উচিত। যার গুরুত্ব আইন পেশায় খুবই অপরিসীম। এতে পেশাজীবীদের কর্মক্ষেত্রে দক্ষতা ও সেবার মান বৃদ্ধি করে।
কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি’র উদ্যোগে আয়োজিত “Training on Criminal Trial for the Lawyers of Cox’s Bazar District Bar Association” শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার (১৮ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ একথা বলেন।
তিনি আরো বলেন, আইনজীবীদের প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণের জায়গা প্রয়োজনের তুলনায় একটু সংকুচিত থাকায় প্রবীণ ও অভিজ্ঞ আইনজীবীরা নিজ নিজ আইনজীবী সমিতির মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করলে নবীন আইনজীবীরা সহজে শিখে পেশার উৎকর্ষতা সাধন করতে পারবে। পাশাপাশি মেধার বিকাশ ঘটাতে সক্ষম হবে।
ইউএনডিপি’র এই প্রশিক্ষণ ফৌজদারী আইন প্রেকটিসরত আইনজীবীদের পেশার মান ও তাদের আইন চর্চায় সহায়ক হবে বলে জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ মন্তব্য করেন। কক্সবাজারের আইনজীবীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করায় তিনি ইউএনডিপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
আইনজীবী ভবন মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলীর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষণে সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, ইউএনডিপি’র ন্যাশনাল কনসালটেন্ট ড. মোঃ মাহবুব মোর্শেদ প্রধান সমন্বয়কারী হিসাবে পুরো প্রশিক্ষণ কোর্স সমন্বয় করেন।
আরও পড়ুন: প্রশিক্ষণ জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে : কক্সবাজারের জেলা জজ
প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পারসন হিসাবে অন্যান্যদের মধ্যে Confessional Statement and Its Application in Criminal Trial বিষয়ে লেকচার দেন, কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ, Expeditious Disposal of Cases by Magistrates, Conviction on admission, acquittal, Non-appearance of Complaint, withdrawal of Complaint and stop Proceedings বিষয়ে লেকচার দেন কক্সবাজারের সদ্য সাবেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এবং Evidence of Prosecution and mode of taking and recording evidence, Acquittal, Examination of the Accused under Section 342 of Cr.PC Entering upon defence বিষয়ে লেকচার দেন কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনছুর সিদ্দিকী।
প্রশিক্ষণে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসাইন টিটু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস সহ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ফৌজদারী প্রেকটিসকারী ৭৫ জন আইনজীবী অংশ নেন।
পুরো প্রশিক্ষণটি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম ও ইউএনডিপি’র প্রজেক্ট এসিস্ট্যান্ট ওয়াহিদ হোসাইন। প্রসঙ্গত, ইউএনডিপি’র উদ্যোগে গত ১১ নভেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিভিল প্রেকটিসকারী ৭০ জন আইনজীবীকে দেওয়ানী আইন বিষয়ে অনুরূপ প্রশিক্ষণ দেওয়া হয়।