শিশু আইনে জটিলতা ও বিচারে প্রভাব
ইফতি হাসান ইমরান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ।

জামিন কে দেয়? আদালত নাকি আসামী?

ইফতি হাসান ইমরান: আমাদের সবারই একটা ধারণা হলো আদালত জামিন দেয়। এমনকি প্রথম শ্রেণির টেলিভিশন ও প্রিন্ট মিডিয়াও সচরাচর আদালত জামিন দিয়েছেন বলে খবর প্রচার করেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো এটা সম্পূর্ণ ভুল একটি তথ্য যা আমরা সাধারণ মানুষ এমনকি আইন-আদালতের লোকজনও হরহামেশাই ভুলটাকে সঠিক মনে করে ব্যবহার করছি।

দি কোড অব ক্রিমিনাল প্রসিডিওর ১৮৯৮ এর ৪৯৬ ধারায় বলা হয়েছে –

When any person….. is arrested…… and is prepared……..to give bail, such person shall be released on bail;…. Court…..may, instead of taking bail from such person, discharge him…….

একই ধরনের কথা ৪৯৭ ধারায়ও বলা হয়েছে। তাহলে ৪৯৬ ও ৪৯৭ ধারা থেকে এটা সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে আসামী জামিন দেন এবং আদালত জামিন নিয়ে আসামীকে মুক্তি দেন।

জামিন কে দেন এই প্রশ্নের উত্তর আরও ভালোভাবে অনুধাবনের জন্য আমাদের আগে “জামিন” শব্দের অর্থ বুঝতে হবে। ‘জামিন’ শব্দের অর্থ ‘জিম্মাদার’। ইংরেজিতে যাকে বলে Surety, Security বা Bail। অন্যভাবে বলতে গেলে বলতে হবে ‘গ্যারান্টর’।

মুক্তির পর মামলার পরবর্তী প্রত্যেক ধার্য তারিখে আসামীর হাজিরা নিশ্চিত করার জন্য আদালত আসামীর নিকট থেকে মুচলেকা (বন্ড) নেন। আদালত এই বন্ডের গ্যারান্টর বা জিম্মাদার হিসেবে আসামী কর্তৃক প্রদানকৃত উপযুক্ত এক বা একাধিক জিম্মাদার নেন, যাদের কাজ হলো আসামীকে ধার্য তারিখে উপস্থিত করার দায়দায়িত্ব নেওয়া।

আসামী কোনো কারণে পলাতক হলে আদালত জিম্মাদারদের বন্ডের টাকা পরিশোধে বাধ্য করতে পারেন। ব্যাংকের ঋণগ্রহীতা যেমন গ্যারান্টর প্রদান করেন, তেমনি মামলা চলমান অবস্থায় মুক্তির জন্য আসামীই জামিন প্রদান করেন এবং আদালত জামিন নিয়ে আসামীকে মুক্তি দেন।

কাজেই আদালত কখনোই জামিন দেন না বা আসামী কখনোই আদালত থেকে জামিন পান না। সংবাদে প্রচারিত এধরণের খবর সম্পূর্ণ ভুল। বরং এভাবে বলা যেতে পারে যে, ‘আসামী জামিন দিয়ে মুক্তি পেয়েছেন’ বা ‘আসামী জামিনে মুক্তি পেয়েছেন’ অথবা ‘আদালত জামিন নিয়ে মুক্তি দিয়েছেন’ বা ‘আদালত জামিনে মুক্তি দিয়েছেন’।

লেখক: সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ।