চট্টগ্রামে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুলের জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রামে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুলের জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে তার প্রথম জানাজা হয়। পরে সাইফুলের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নেওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এতে নানা শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অংশ নেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

জানাজায় হাসনাত, সারজিস ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

জানাজা পড়ান জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগরের আমীর শাহজাহান চৌধুরী। এর আগে বক্তব্যে তিনি ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান। এ ছাড়া নিহত আইনজীবী ও তাঁর পরিবারের জন্য দোয়া চান।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান সারজিস আলম। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।