ফ্যাসিস্ট-খুনিদের মাটি খুঁড়ে খুঁড়ে বের করা হবে!

ফ্যাসিস্ট-খুনিদের মাটি খুঁড়ে খুঁড়ে বের করা হবে!

মৌলভীবাজারে অ্যাটর্নি জেনারেল

নিয়ামুল হক: মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি কতৃক প্রতিবারের ন্যায় এবারো বারের আইনজীবীদের মিলন মেলা হিসাবে পরিচিত বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ফ্যাসিস্ট খুনিদের মাটি খুঁড়ে বের করে বিচার করা হবে বলে মন্তব্য করেন।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার হলে গত শুক্রবার (৩০ জানুয়ারি) সমিতি কর্তৃক এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বারের সভাপতি এড. জনাব কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, বারের সাধারন সম্পাদক এড. মো: জয়নুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, যারা ২৪ এর গণহত্যায় অংশগ্রহণ করে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসাবে আমরা তাদেরকে মাটি খুঁড়ে খুঁড়ে বের করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট অবশ্যই আইনজীবীর মাধ্যমে তাদের মামলা পরিচালনা করার জন্য লড়ার অধিকার রয়েছে, তবে রাষ্ট্রের আইন কর্মকর্তাগন আইনীভাবে তাদের অবশ্যই মোকাবেলা করবেন।

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, কোন আইন কর্মকর্তা দুর্নীতির সাথে সম্পৃক্ত হলে এবং রাষ্ট্রে বিরোদ্ধে অবস্থান করলে তাদেরকে ১ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা হবে।

তিনি বিচারকদের আইনজীবীদের সহিত সদাচরন করার এবং আইনজীবীদেরকেও বিচারকদের প্রতি সদাচরন করে বার ও বেঞ্চ এর সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এবং সর্বক্ষেত্রে রাষ্ট্রের স্বার্থে কাজ করতে বলেন।

প্রধান অতিথি প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলায় দীর্ঘদিনের প্রাণের দাবী মেডিক্যাল কলেজ স্থাপনাসহ আইনজীবীদের যে কোন সহযোগীতায় পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: খাদেম উল কায়েস, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো: ইসরাইল হোসেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গির হোসেন (পিপিএম-সেবা)।

এছাড়াও অনুষ্ঠানে জেলা জজ আদালতের সকল বিচারক, প্রশাসনের দায়িত্বরত অফিসারগণ, সাংবাদিকবৃন্দ ও বারের বর্তমান কাযকরী নির্বাহী কমিটির সকল সদস্যসহ সকল সিনিয়র জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ করা হয়।