চলতি বছরে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) দুটি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল প্রাপ্তি সাপেক্ষে আগামী এপ্রিল মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত হবে। এছাড়া ২০২৫ সালের শেষার্ধে আরেকটি এমসিকিউ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে গঠিত ‘এনরোলমেন্ট কমিটির’ সদস্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এপ্রিল, ২০২৫ এর তৃতীয়/চতুর্থ সপ্তাহে (পরীক্ষার হল প্রাপ্তি সাপেক্ষে) আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত হবে। হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মৌখিক পরীক্ষা গ্রহণ পবিত্র রমজান শুরুর আগেই সম্পন্ন হবে।
পাশাপাশি হাইকোর্টে রিভিউ আবেদনকারীদের রিভিউ নিষ্পন্ন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত। এছাড়া ২০২৫ সালের শেষার্ধে আরেকটি এমসিকিউ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত ২৬ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিল সভায় দ্রুত পরীক্ষা গ্রহণের জন্য এনরোলমেন্ট কমিটির প্রতি অনুরোধ জানানো হয়।
এ প্রেক্ষিতে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান, আপীল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এনরোলমেন্ট কমিটির সভায় বুধবার (৫ ফেব্রুয়ারি) উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবদীন, এনরোলমেন্ট কমিটির সদস্য বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বার কাউন্সিল সদস্য সিনিয়র এডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।