হুইপের মামলায় বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
সাইবার ট্রাইব্যুনাল, ঢাকা

ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা আইনজীবীদের

এবার অনির্দিষ্টকালের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। তিন দিন আন্দোলনের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির এক জরুরি সভায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: আজও বিচারকাজ পরিচালিত হয়নি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে

ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, আইনজীবী সমিতির সাবেক, বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ সবাইকে নিয়ে সিদ্ধান্ত হয়েছে, সাইবার ট্রাইব্যুনালের বিচারক এজলাসে বসে আইনজীবীদের সম্পর্কে কটূক্তি ও অশালীন আচরণ করে।
তিনি জানান, বহু আইনজীবীর সাথে এমন দুর্ব্যবহার, খারাপ আচরণ ও অসৌজন্যমূলক আচরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা আইনজীবী সমিতিতে এক জরুরি সভা হয়। এতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বুধবার থেকে এই আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করা হয়েছে।

আরও পড়ুন: আইনজীবীদের আন্দোলনের মুখে এজলাসে ওঠেননি বিচারক

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আদালতে আসেন বিচারক নূরে আলম। পরে সকাল সাড়ে ১০টার দিকে একজন আইনজীবী এসে বলেন আদালত যেন আজ না বসেন। আইনজীবী এসে বলে যাওয়ার পর এদিন বিচারক আর এজলাসে উঠেননি।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ৬ ফেব্রুয়ারি। এক আসামির জামিন নামঞ্জুর করায় উপস্থিত আসামিপক্ষের আইনজীবীরা বিচারককে উদ্দেশ্য করে ক্ষোভ ঝাড়েন। এ সময় বিচারক এজলাস ত্যাগ করে খাস কামড়ায় চলে যান।