পিরোজপুর আইনজীবী সমিতির নেতৃত্বে আলাউদ্দিন-আউয়াল
জেলা আইনজীবী সমিতি, পিরোজপুর

হাইকোর্টের আদেশে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির চলতি বছরের বাৎসরিক কার্যকরী পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি রাতে এ নির্বাচন স্থগিতসংক্রান্ত হাইকোর্টের একটি আদেশ পাওয়া যায়। এ কারণে এ নির্বাচন স্থগিত করা হলো।

আরও পড়ুনবৈষম্যবিরোধীদের দাবির মুখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. হুমায়ুন কবির খান বলেন, ‘গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে আমি হাইকোর্ট থেকে একটি স্থগিতাদেশ পেয়েছি। একজন ভোটার নির্বাচন স্থগিত করার জন্য আবেদন করায় এর ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশটি পাওয়ায় আমি আজ একটি বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছি।’