দেশের অধস্তন আদালতে কর্মরত যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৮৩ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। একইসঙ্গে সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ৭৯ জন বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) এসব বিচারকের পদোন্নতি ও বদলি সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।
বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৮০ জন আর যুগ্ম জেলা জজ রয়েছেন ১০৩ জন।
বদলি করা যুগ্ম জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ ফেব্রুয়ারি বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বদলিকৃত যুগ্ম জেলা ও দায়রা জজদের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন
অন্যদিকে বদলি হওয়া সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের জেলা ও দায়রা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ ফেব্রুয়ারি এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদেরকে প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বদলিকৃত সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন
এছাড়া পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের জেলা ও দায়রা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ ফেব্রুয়ারি বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পদোন্নতি কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন