জনমত নয়, বিচারের ভিত্তি আইন ও নজির
অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির

নিজের অবস্থান স্পষ্ট করলেন আবরার হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

ছাত্রলীগের নৃশংস নির্যাতনে শহিদ হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যায় জড়িতদের পক্ষে আইনজীবী হিসাবে নাম আসে এই সময়ের আলোচিত সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের। যা নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনার।

এই মামলায় আসামিদের পক্ষে শিশির মনিরের আইনজীবী হিসাবে থাকার বিষয়টির পক্ষে-বিপক্ষে চলছে নানা যুক্তিতর্ক। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির মনিরের ভেরিফাইড একাউন্টে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

আরও পড়ুন: তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

নিজের ভেরিফাইড পেজে দেওয়া ওই পোস্টে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ। রায়ের জন্য অপেক্ষমাণ। বিস্তারিত ব্যাখ্যা দেয়া সমীচীন হবে না।

পোস্টে তিনি আরও বলেন, আমি আপনাদের আবেগ-অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, হাইকোর্টের রায় যাই হোক- আপিল বিভাগে কারও পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ। বিষয়টি নিয়ে শহীদ আবরারের পরিবারের সাথেও আমি কথা বলব। আশাকরি সকলেই বিষয়টি সৌহার্দপূর্ণ দৃষ্টিতে দেখবেন।