দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সুপরিচিত তরুণ আইনজীবী টাইটাস হিল্লোল রেমা অস্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছেন। মূলত আর্থিক কারণে বিষণ্নতায় ডুবে আত্মহত্যা করেছেন তিনি।
আজ শনিবার (১ মার্চ) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রীম কোর্টের সুপরিচিত তরুণ অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা অস্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছেন। তাঁর স্ত্রীর সাথে কথা বলে মৃত্যুর কারণ যা শুনলাম তাতে শিহরিত হয়ে উঠেছি। আত্মহত্যা মহা পাপ-এটা ইসলাম নয়, সব ধর্মের মানুষেরা বিশ্বাস করে বলে আমার বিশ্বাস।
তার স্ত্রীর ভাষ্যমতে, বিগত জুন/জুলাই থেকে রেমা ডিপ্রেশনে ভুগছিলেন। মূলত আর্থিক কারণে। আজ ভোরে রেমা যথারীতি তার কর্মজীবী স্ত্রীকে স্বাভাবিকভাবে বিদায় জানিয়েছিলেন। পরবর্তীতে সে নিজেই নিজের জীবন নিয়ে নিয়েছে।
ব্যারিস্টার কাজল বলেন, আর্থিক কারণে সুপ্রীম কোর্টের একজন আইনজীবীকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়, এটা মানতে পারছি না। রেমা বেশ মেধাবী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনুজ। সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। করোনায় কঠিনভাবে আক্রান্ত হয়েছিলেন। সে যাত্রায় সুস্থ হয়ে উঠলেও, এবার আর তাকে ফেরানো গেল না।