চেম্বার জজ আদালতের দায়িত্ব পেলেন বিচারপতি রেজাউল হক

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক

সুপ্রিম কোর্টের অবকাশকালে আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

আজ সোমবার (১৭ মার্চ) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আপীল বিভাগের রেজিস্ট্রার মুহা: হাসানুজ্জামান সই করা বিজ্ঞপ্তির ভাষ্যমতে, প্রধান বিচারপতি আগামী ২০ মার্চ থেকে ১৭ এপ্রিল কোর্টের চলমান অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করেছেন।

আরও পড়ুনঅবকাশে হাইকোর্টে ১৩ বেঞ্চে চলবে বিচারকাজ

বিচারপতি মো. রেজাউল হক ২০, ২৩, ২৪ ও ২৫ মার্চ এবং ৮, ৯, ১৫ ও ১৬ এপ্রিল অবকাশকালীন জজ হিসেবে সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতর, সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ আদালতের অবকাশকালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপীল বিভাগে আগামী ২০ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।