ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এর জামিন আবেদন নামঞ্জুরকে কেন্দ্র করে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে নজিরবিহীন কলঙ্কিত ঘটনায় হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পিতার দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চন্দন দাশ ও রাজীব ভট্টাচার্য্যকে ১ দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমানের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (১৭ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪ এর বিচারক মোহাম্মদ মোস্তফা আসামিদেরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোঃ রায়হানুল ওয়াজেদ চৌধুরী ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক
জানা গেছে, মামলার এজাহারনামীয় ১নং আসামী চন্দন দাশ মেথর (২৪), ৩১ নং আসামী রাজীব আইচাগা (৩৭), বিগত গত বছরের ৯ ডিসেম্বর আদালতের নিজেদের মামলায় জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে।
আসামী চন্দন দাশ মেঘর তার স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে শিবা নামে একজন আসামীর নাম, প্রকাশ ভরে এবং আসামী রাজীব অট্টচার্য্য তার স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে ওমবাই নামে একজন আসামীর নাম প্রকাশ করে।
মামলার তদন্তের স্বার্থে কাঃ বিঃ ১৬৪ ধারার জবানবন্দিতে প্রাপ্ত (১) শিবা, (২) ওমবাই এদের পূর্ণ নাম ঠিকানা সংগ্রহ করার জন্য মামলার এজাহারনামীয় আসামী রাজীব ভট্টচার্য্য ও চন্দন দাশ মেথরদ্বয়কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মর্মে মামলার তদন্ত কর্মকর্তা দরখাস্তে উল্লেখ করেন।