পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপীল) বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইফতার বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আজ সোমবার (১৭ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আগামী বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্ট কনফারেন্স রুমে (মূল ভবনের ২য় তলায়) অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সকল শাখার সুপারিনটেনডেন্ট, বিচারপতিগণের সাথে কর্মরত ব্যক্তিগত কর্মকর্তা এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির বিভিন্ন দপ্তরে কর্মরত ব্যক্তিগত কর্মকর্তা/ব্যক্তিগত সহকারীকে তাদের স্ব স্ব শাখা/কোর্ট/চেম্বারদপ্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের তালিকাসহ আগামী ১৯ মার্চ দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্ট কনফারেন্স রুমে (মূল ভবনের ২য় তলায়) উপস্থিত থেকে ইফতার গ্রহণ করতে বলা হয়েছে।