অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

হাইকোর্টে আরও ৩টি অবকাশকালীন বেঞ্চ গঠন

অবকাশে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য আরও ৩টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। বেঞ্চ গঠন সংক্রান্ত প্রধান বিচারপতির সইকৃত আদেশ গত ১৯ মার্চ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

ভিন্ন ভিন্ন এখতিয়ার সম্পন্ন এই ৩টি বেঞ্চের মধ্যে দু’টি দ্বৈত এবং একটি একক বেঞ্চ রয়েছে। আগামী ৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

নতুন ৩টি বেঞ্চের বিচারিক এখতিয়ারসহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

এর আগে গত ১২ মার্চ অবকাশে হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম পরিলাচনার জন্য ১৩টি বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য বিভিন্ন এখতিয়ার সম্পন্ন এসব বেঞ্চের মধ্যে ৮টি দ্বৈত এবং ৫টি একক বেঞ্চ রয়েছে।

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতর, সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ আদালতের অবকাশকালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম গত ২০ মার্চ থেকে বন্ধ রয়েছে। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত এই অবকাশ চলমান থাকবে।

এই সময়ে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন।