বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (লোগো)
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (লোগো)

জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রককে বদলি

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকেরকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান সইকৃত বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (২৩ মার্চ) জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনের ভাষ্য মতে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক থেকে বদলি করে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছে।

বিচারক শরীফ এ এম রেজা জাকেরকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আজ সোমবার (২৪ মার্চ) বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।