আইন বিভাগে প্রভাষক নেবে বিইউপি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)

আইন বিভাগে প্রভাষক নেবে বিইউপি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে।

পদের নাম: প্রভাষক (আইন বিভাগ)

পদসংখ্যা: ০১

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে। বিইউপির ওয়েবসাইট থেকে উল্লখিত পদের জন্য ফরম নম্বর-১ ডাউনলোডের পর পূরণ করে চার সেট আবেদনপত্র (প্রযোজ্য সব কাগজপত্রসহ) এ–ফোর সাইজের খামে পাঠাতে হবে। খামের ওপর প্রার্থীত পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে। পদ–সংশ্লিষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদন ফি : ‘রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’-এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ২০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, ব্যাংকের নাম, শাখা, টাকার পরিমাণ ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর, ঢাকা-১২১৬।

আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৫।