চট্টগ্রামে জেলার চাঁদগাও থানার তিন বছর আগে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী সোমবার (৭ এপ্রিল) এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- বাগেরহাট জেলার মোড়ালগঞ্জ থানার খাউলিয়া গ্রামের মো রব সর্দারের ছেলে মো. ফারুক সরদার (৩৮), এবং ভোলা জেলার লালমোহন থানার মহেশখালী গ্রামের মোহাম্মদ আলী ফরাজীর ছেলে মো শামসুল হক(৫০)।
আসামী গণের বিরুদ্ধে ধর্ষণের আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হায়দার মোহাম্মদ সোলাইমান সাজার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা রাষ্ট্র পক্ষ এই রায়ে সন্তুষ্ট।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল বিন ফারুকী বলেন- বিচার করেন আদালত, রায় দেন আদালত, আমরা বিচারককে ন্যায় বিচার করতে সহযোগিতা করি।
তিনি আরো বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৩২ক ধারা অনুযায়ী আসামী ও ভিকটিমের ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক হলেও এই মামলায় সেটা করা হয়নি। এমনকি ভিকটিমকেও এই মামলায় সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেননি তাই আসামীগণের সাথে পরামর্শ করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেব।
রায় ঘোষণার আগে কারাগারে থাকা আসামি ফারুক সর্দারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে দণ্ডিত ফারুক সর্দারকে পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপরদিকে দণ্ডিত আসামী শামসুল হক পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিচার চলাকালে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।