দেশে মামলাজট কমানোর লক্ষ্যে বিচারকের সংখ্যা বৃদ্ধি এবং নতুন আদালত প্রতিষ্ঠাসহ বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিচারকের নতুন ৪৭টি পদ সৃষ্টির অনুমতি পেয়েছে আইন ও বিচার বিভাগ। সরকার চূড়ান্ত সম্মতি দেওয়ার পর সম্প্রতি আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে।
জেলা ও মহানগর আদালতে নতুন বিচারক নিয়োগ
জারীকৃত নোটিশের তথ্য পর্যালোচনা করে জানা গেছে, সারাদেশের ৩৯টি জেলা ও মহানগর আদালতে নতুন বিচারক পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে ২৯টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ১০টি অতিরিক্ত মহানগর দায়রা জজ নিয়োগের পদ অনুমোদন দেওয়া হয়েছে।
২৯টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত
নারায়ণগঞ্জ-২, গাজীপুর-২, নরসিংদী-১, ফেনী-১, কিশোরগঞ্জ-১, নেত্রকোনা-১, জামালপুর-১, রাজবাড়ী-১, গোপালগঞ্জ-১, কক্সবাজার-১, ব্রাহ্মণবাড়িয়া-১, ভোলা-১, খাগড়াছড়ি-১, মৌলভীবাজার-১, রাজশাহী-১, নাটোর-১, বগুড়া-২, জয়পুরহাট-১, সাতক্ষীরা-১, যশোর-১, রংপুর-১, মেহেরপুর-১, দিনাজপুর-১, কুড়িগ্রাম-১, লালমনিরহাট-১ সহ মোট ২৯টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী জজ পদ সৃষ্টি করা যাবে
১০টি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত
ঢাকা-৪, চট্রগ্রাম-৪ ও খুলনা-২টি সহ মোট ১০টি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থায়ী জজ পদ সৃষ্টি করা যাবে।
অর্থঋণ আদালত সম্প্রসারণ: নতুন ৫টি আদালত
ব্যাংক ও অর্থায়নকারী প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে ঢাকা ও চট্টগ্রামে আরও পাঁচটি অর্থঋণ আদালত গঠন করতে যাচ্ছে সরকার। ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি আদালত গঠন করা হবে। আইন মন্ত্রণালয়ের প্রস্তাবে সাড়া দিয়ে এসব আদালত গঠনের বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিটি আদালতের জন্য একজন করে যুগ্ম জেলা জজ ও পাঁচজন সহায়ক কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩০টি পদ অনুমোদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের তথ্যানুসারে, বর্তমানে আট বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় চারটি, চট্টগ্রামে একটি, খুলনায় একটি ও ময়মনসিংহে একটি অর্থঋণ আদালত রয়েছে। অন্য চারটি বিভাগীয় শহরে কোনো সুনির্দিষ্ট অর্থঋণ আদালত নেই। এসব বিভাগ ও জেলা শহরে বর্তমানে যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারক অর্থঋণ আইনে মামলা গ্রহণ ও বিচারের দায়িত্ব পালন করে থাকেন।
তিন জেলায় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মেহেরপুর, মাগুরা ও রাজবাড়ীর জন্য ১২টি পদ সৃজন করা হয়েছে। এর মধ্যে প্রতি জেলায় ১ জন করে বিচারক এবং ৩ জন করে সহায়ক কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১২টি পদ অনুমোদন করা হয়েছে।