ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি-সমর্থিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং জামায়াত-সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ কোষাধ্যক্ষসহ বাকি ২টি পদে জয়লাভ করে।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হয় ওই দিন গভীর রাতে।
সমিতির ১২টি পদের বিপরীতে ২ প্যানেল থেকে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১২টি পদের সবগুলোতে এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ ১০টি পদে প্রার্থী দেয়। মোট ভোটার ২৫৯ জন।
সভাপতি পদে টানা দ্বিতীয়বারের মতো অ্যাডভোকেট জয়নাল আবেদীন জয় এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মকদুম সাব্বির মৃদুল নির্বাচিত হন।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট মো. সুলতান কামাল ও অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন।
উল্লেখ্য, আওয়ামী-সমর্থিত আইনজীবীদের সংগঠন এই নির্বাচনে কোনও প্যানেল দেয়নি। তারা প্রথমবারের মতো এই নির্বাচন বর্জন করে।