বুয়েট অ্যালামনাই এর ট্রাস্টি বোর্ডের নির্বাচন আয়োজনের ওপর আদালতের নিষেধাজ্ঞা

বুয়েট অ্যালামনাই এর ট্রাস্টি বোর্ডের নির্বাচন আয়োজনের ওপর আদালতের নিষেধাজ্ঞা

আগামীকাল অনুষ্ঠিতব্য বুয়েট অ্যালামনাই এর ট্রাস্টি বোর্ডের নির্বাচন আয়োজনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেছেন আদালত।
ঢাকার ৪র্থ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ আরিফুল ইসলাম আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এই আদেশ প্রদান করেন।
বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুসা।
বুয়েট অ্যালামনাই এর সভাপতি স্বাক্ষরিত বিগত ২৭ ফেব্রুয়ারি জারিকৃত এবং ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ট্রাস্টি বোর্ড নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে এবং প্রাক্তন শিক্ষার্থীদের সদস্য হওয়ার সুযোগ রেখে ভোটার তালিকা প্রণয়নের পর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য নির্দেশনা চেয়ে আদালতে মামলা করেন বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদের আহ্বায়ক প্রকৌশলী এম ওয়ালি উল্লাহ এবং প্রকৌশলী শাহ মোঃ ফয়সাল বিন রহমান।
মামলায় বুয়েট অ্যালামনাই এর সভাপতি, মহাসচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়।
এরপর অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনায় আনীত এক দরখাস্তের শুনানি শেষে আদালত বিবাদী পক্ষের প্রতি সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন এবং বিবাদী পক্ষ লিখিত আপত্তি দাখিল না করা পর্যন্ত ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ট্রাস্টি বোর্ডের নির্বাচন আয়োজনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন।
বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কাজী আকবর আলী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আরীফ, অ্যাডভোকেট মনির হোসেন এবং অ্যাডভোকেট বায়েজিদ।
এর ফলে ১১ এপ্রিল শুক্রবার বুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য ট্রাস্টি বোর্ডের নির্বাচন আয়োজনের কোন আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুসা। তবে একই তারিখে বুয়েট অ্যালামনাই এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হতে বাধা নেই বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বুয়েট অ্যালামনাই এর সভাপতি প্রফেসর ড. আইনুন নিশাত ট্রাস্টি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে ১১ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। এরপর তিনটি পদের বিপরীতে ১৫ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
পরবর্তীতে অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার এবং অধ্যাপক ফখরুল আমিন ও প্রকৌশলী হাসিব মুসতাবসিরকে সদস্য করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।
১১ এপ্রিল শুক্রবার বুয়েট অডিটোরিয়ামে নির্বাচনের ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল ঘোষণার কথা ছিল।