বিচার বিভাগে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্ব বিলোপ করতে হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

বিচার বিভাগের আধুনিকায়নে কৌশলগত পরিকল্পনা তৈরি করবে সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি

বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP), বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আজ শনিবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় খুলনার হোটেল সিটি ইন-এর কনফারেন্স কক্ষে “Judicial Independence and Efficiency in Bangladesh” শীর্ষক একটি রিজিওনাল সেমিনার অনুষ্ঠিত হয়।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিচারসেবায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সভাপতিত্ব করেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ আলী।

প্রধান বিচারপতি তাঁর ভাষণে ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রসঙ্গ তুলে ধরেন এবং তার ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতির বিবরণ তুলে ধরেন। বিশেষ করে তিনি তাঁর ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ এর বিভিন্ন অনুষঙ্গের সফল বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি উল্লেখ করেন যে, অন্তবর্তীকালীন সরকারের সক্রিয়তার কারণেই দ্রুততম সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন সম্ভব রয়েছে। এছাড়া, তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, রোডম্যাপ কর্মসূচীর সফল বাস্তবায়নে বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও অন্তবর্তীকালীন সরকার নিবিড়ভাবে কাজ করছে।

বিশেষ করে তিনি মন্তব্য করেন যে সুপ্রীম কোর্ট কর্তৃক বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় তৈরির বিষয়ে আইন মন্ত্রণালয় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং এ সংক্রান্ত অধ্যাদেশ প্রস্তুতের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ জন্য তিনি অন্তবর্তীকালীন সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

এছাড়া তিনি মন্তব্য করেন যে সাম্প্রতিক সময়ে সরকারের আন্তরিক সহযোগিতায় দেশের আদালতসমূহে বিরাজমান মামলাজট নিরসনে বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য সংখ্যক বিচারকের পদ তৈরি হয়েছে, যা অদূর ভবিষ্যতে মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনবিজয়-৭১ ভবনের আদালত স্থানান্তরের উদ্যোগে অগ্রগতি

এছাড়া, বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে মর্মে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন যে, কক্সবাজারে সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট দ্রুত চালু করার বিষয়ে দু’টো বিশেষ কমিটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

তিনি মন্তব্য করেন যে, দেশের বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত সেমিনারসমূহ হতে রোডম্যাপ বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এবং উক্ত মতামতসমূহ অন্তর্ভূক্ত করে অচিরেই বাংলাদেশ সুপ্রীম কোর্ট দেশের বিচার বিভাগের সার্বিক আধুনিকায়নে একটি কৌশলগত পরিকল্পনা (strategic plan) তৈরির কাজ শুরু করবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে উক্ত কৌশলগত পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে জুলাই বিল্পবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ যে নতুন যাত্রা শুরু করেছে তা পূর্ণতা পাবে এবং জনগণ বিচার বিভাগের উপর হারানো আস্থা ফিরে পাবে।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন UNDP, Bangladesh-এর Resident Representative, স্টিফান লিলার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

এই সেমিনারে খুলনা জেলার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালত ও ট্রাইব্যুনালের বিচারকগণ এবং সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কৌশুলি, পাবলিক প্রসিকিউটরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সেমিনারটি আয়োজনের জন্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা হতে ২৫ মার্চ ২০২৫ তারিখে সরকারি আদেশ জারি করা হয়।

সেমিনারে UNDP-এর প্রতিনিধি স্টিফান লিলার দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাতন্ত্র্য নিশ্চিতকরণে মাননীয় প্রধান বিচারপতির ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপকে যুগোপযোগী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন এবং বিচার বিভাগের আধুনিকায়নে UNDP পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।