নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে তিন পরিচ্ছন্নতাকর্মী আকাশ, বাতাস ও বদু। আছেন একজন পুলিশ সদস্যও।
সোমবার (১৪ এপ্রিল) তাদের গ্রেফতারের কথা জানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারের পর আকাশ, বাতাসসহ ৪ জনের পাঁচ দিন করে রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত।
গত বৃহস্পতিবার মালখানার তালা ভেঙে ৬১ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৮ ভরি রূপা নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। সম্পৃক্ততা মেলে পুলিশ কনস্টেবল আল আমিন, পরিচ্ছন্নতা কর্মি বদু, আকাশ ও বাতাসের।
পরে রাজশাহীর নওহাটা এলাকায় আল আমিনের বাসায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
এরআগে অভিযান চালিয়ে মালখানা সংলগ্ন সার্কিট হাউজের ড্রেন থেকে ২৪ লাখ ৬৫ হাজার টাকা, স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়।