বিচার বিভাগের পৃথক সচিবালয় হচ্ছে, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর উদ্যোগ
সুপ্রিম কোর্ট

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে দুই বেঞ্চ গঠন

আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনায় দুইটি নতুন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ শনিবার (১৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় এই নতুন বেঞ্চ দুটির বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

প্রথম বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে আছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

অন্যদিকে, দ্বিতীয় বেঞ্চে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

এর আগে গত ২৪ মার্চ হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। পরদিন সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ পাঠ করান।

উল্লেখ্য, ঈদুল ফিতর, সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ আদালতের অবকাশ থাকায় ২০ মার্চ থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। অবকাশকালীন ও ঈদের ছুটি শেষে আগামীকাল ২০ এপ্রিল সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকাজ শুরু হবে।