লিগ্যাল এইড সবার বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করেছে : কক্সবাজারের জেলা জজ
ছবি : লিগ্যাল এইড দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ

লিগ্যাল এইড সবার বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করেছে : কক্সবাজারের জেলা জজ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদ বলেছেন, লিগ্যাল এইড সরকারের এক অনবদ্য মানবিক কার্যক্রম। এই কার্যক্রমের অধীনে গরীব, অসহায়, অসচ্ছল, নির্যাতিতা নারী ও শিশু, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী, সমাজের পিছিয়ে থাকা নাগরিকদের বিনামূল্যে সরকারি খরচে আইনী সহায়তা প্রদান করা হয়। ফলে লিগ্যাল এইড সবার বিচার পাওয়ার সাংবিধানিক ও নাগরিক অধিকার সুনিশ্চিত করেছে।
সোমবার (২১ এপ্রিল) কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী ২৮ এপ্রিল সোমবার কক্সবাজার সহ সারাদেশে জাতীয় লিগ্যাল এইড দিবস পালন করা হবে।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুনসী আবদুল মজিদ আরো বলেন, লিগ্যাল এইড এখন শুধুমাত্র অস্বচ্ছল নাগরিকদের বিনামূল্যে আইনীসেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তি ও ন্যায্য অর্থ আদায়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলে একদিকে, নিয়মিত আদালত গুলোতে মামলার জট কিছুটা হলেও কমছে, অন্যদিকে, বিচারপ্রার্থীরা সহজে ও কমসময়ে সেবা পাচ্ছে। যা সমাজে অস্থিরতা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদ আরো বলেন, দেশের অধিকাংশ মানুষ একদিকে, দরিদ্র, অপরদিকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয়। তাই সকল নাগরিকদের আইনী ও আর্থিক সহয়াতা দিতে সরকারের অসাধারণ উদ্যোগ হচ্ছে,  লিগ্যাল এইড। তাই, এর ধারণা সবার মাঝে ছড়িয়ে দিতে ২৮ এপ্রিলকে প্রতি বছর সরকার জাতীয় লিগ্যাল এইড দিবস হিসাবে পালন করছে। সারাদেশের ন্যায় কক্সবাজারেও আগামী ২৮ এপ্রিল সোমবার লিগ্যাল এইড দিবসকে উৎসবমুখর করে তুলতে হবে। তিনি দিবসটি পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। প্রস্তুতি সভায় কক্সবাজারে সফলভাবে লিগ্যাল এইড দিবস পালনে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী নেওয়া হয়। এবছর “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যে দিবসটি পালন করা হবে।

আরও পড়ুন : কুমিল্লায় চার আইনজীবী কারাগারে, দুইজনের বিরুদ্ধে পরোয়ানা

কক্সবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) এস.এম জিল্লুর রহমান, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বিচারকদের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল আলম, মামুনুর রশিদ, মোহাম্মদ রহমত আলী, নিশাত সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম ও দ্বিতীয় আদালতের বিচারক যথাক্রমে মো: আমিরুল হায়দার চৌধুরী ও মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ, সহকারী জজ বেলাল উদ্দিন, রুহুল আমিন, ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. কনিবিকন দস্তিদার, জেলা তথ্য অফিসার মোঃ আবদুস ছাত্তার, ইউএনডিপি’র শহীদুল্লাহ খান, ইউনিসেফের শতাব্দী খাস্তগীর, আইআরসি’র ফারহানা রব সাথী ও নিয়াজ মোর্শেদ, সিবিএন এর সাংবাদিক ইমাম খাইর, এস এ টিভির সাংবাদিক আহসান সুমন, সাংবাদিক এস.এম জাফর, জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘের সংস্থা, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।