আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালা, ২০২৫ সালের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিধিমালায় নির্বাচনি পোস্টার ব্যবহার নিষিদ্ধ, দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান, পরিবেশবান্ধব প্রচারসামগ্রী ব্যবহার, ও সোশ্যাল মিডিয়ায় বিদেশি বিনিয়োগ নিষিদ্ধসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সপ্তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে কমিশনের অন্যান্য সদস্য ও সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আচরণবিধির উল্লেখযোগ্য বিষয়সমূহ
১. গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিল: গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO)-এর ধারা ৯১(ঙ)-এ প্রার্থিতা বাতিলের বিধান এই প্রথম আচরণবিধিতে সন্নিবেশ করা হয়েছে।
২. পোস্টার নিষিদ্ধ, ব্যানার-ফেস্টুন অনুমোদিত: আগামী নির্বাচনে পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পরিবর্তে ব্যানার ও ফেস্টুন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বিলবোর্ড ব্যবহারের বিধানও নতুন করে যুক্ত হয়েছে।
৩. পরিবেশবান্ধব প্রচারসামগ্রী: প্রচার-প্রচারণায় পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
৪. সোশ্যাল মিডিয়া ও বিদেশি বিনিয়োগ: সোশ্যাল মিডিয়ায় প্রচারে বিদেশি বিনিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
৫. শব্দসীমা ও প্রচারণার সময়: মাইকে শব্দের মাত্রা ৬০ ডেসিবেল এর মধ্যে রাখতে হবে। প্রচারকাল তিন সপ্তাহ নির্ধারণ করা হয়েছে।
৬. জরিমানা ও শাস্তি: আচরণবিধি লঙ্ঘনের জন্য আগে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা থাকলেও এবার তা বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে। সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডও বহাল রয়েছে।
৭. সরকারি সুবিধাভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা: উপদেষ্টা পরিষদের সদস্যসহ সরকারি সুবিধাভোগীরা আর নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থী পদত্যাগ ছাড়া দায়িত্ব পালন করতে পারবেন না।
৮. টেলিভিশন সংলাপ ও কমন প্ল্যাটফর্ম: প্রার্থীদের টিভিতে ডায়লগে অংশগ্রহণের সুযোগ ও রিটার্নিং অফিসারদের মাধ্যমে ‘কমন প্ল্যাটফর্মে’ ইশতেহার পাঠের ব্যবস্থা রাখা হয়েছে।
৯. অঙ্গীকারনামা বাধ্যতামূলক: প্রত্যেক রাজনৈতিক দল ও প্রার্থীকে আচরণবিধি মেনে চলার লিখিত হলফনামা জমা দিতে হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আচরণবিধি এখন ইসির ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রস্তুত, এবং শিগগিরই সবার মতামতের জন্য উন্মুক্ত করা হবে।