আইনজীবী আলিফ হত্যা মামলায় রিপন দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

অ্যাডভোকেট আলিফ হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল

চট্টগ্রাম আদালত চত্বরে চাঞ্চল্যকর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

এজাহারনামীয় ৪২ জন আসামির মধ্যে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতির সুপারিশ করা হয়েছে। বাকি ৩৮ জনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়েছে।

মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করেছেন, যেখানে উল্লেখ করা হয়, ২০ জন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, ১৮ জন এখনো পলাতক। মামলাটির পরবর্তী ধার্য তারিখে চার্জশিটের বিরুদ্ধে প্রতিবাদ শুনানি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আদালতে দাখিল করা অভিযোগপত্রে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাশসহ ৩৮ জন আসামিকে বিচারে সোপর্দ করার প্রার্থনা জানানো হয়েছে।

সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে আইনজীবী সমাজের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পরপরই মামলাটি দ্রুত তদন্তে নিয়ে নেয় পুলিশ।

তদন্তে উঠে আসে হত্যাকাণ্ডের বিস্তারিত। আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগ নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।