সমকামিতা ও ছাত্রী হেনস্থায় অভিযুক্ত ইবি শিক্ষক চাকরিচ্যুত
চাকরিচ্যুত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলাম

সমকামিতা ও ছাত্রী হেনস্থায় অভিযুক্ত ইবি শিক্ষক চাকরিচ্যুত

রবিউল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া: সমকামিতা, নারী শিক্ষার্থীদের হেনস্তা ও আচরণগত অনিয়মসহ নানা অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, “সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী উপাচার্যের নির্দেশে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সিদ্ধান্ত ব্যাখ্যা দিতে পারবে সিন্ডিকেট।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি মো. হাফিজুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত করেছে।

প্রাথমিকভাবে ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাঁকে এক বছরের বাধ্যতামূলক ছুটিএকটি ইনক্রিমেন্ট বাতিল করে শাস্তি দেওয়া হয়।

তবে শিক্ষার্থীরা এই শাস্তিকে “অপ্রতুল” বলে দাবি করে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামেন। ২৮ জানুয়ারি উপাচার্যের বাসভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন, যা প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে স্থগিত হয়।

পরবর্তীতে ২৬৭তম ও ২৬৮তম সিন্ডিকেট সভায় বিষয়টি উচ্চতর তদন্ত কমিটির মাধ্যমে পুনঃমূল্যায়ন করা হয়।

তদন্তে তাঁর কর্মকাণ্ড ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(F) ধারা অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে প্রমাণিত হয়।

এরপর ৩১ মে ২০২৫ থেকে মো. হাফিজুল ইসলামকে চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়।

তদন্ত পুনরায় শুরু হলে ১৬ মে শিক্ষার্থীদের কাছ থেকে ফের জবানবন্দি চাওয়া হয়, যা তারা “প্রহসন” বলে প্রত্যাখ্যান করেন। পরে উপাচার্যের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।