ডিএমপি’র সাবেক কমিশনারসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
পুলিশ (প্রতীকী ছবি)

পুলিশ পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরপিএমপির

পুলিশ পরিচয়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

সোমবার (৩০ জুন) বিকেলে রংপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় এ সংক্রান্ত নির্দেশনা দেন আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী।

তিনি বলেন, “কোনো পুলিশ সদস্য নিজের পদের পরিচয় ব্যবহার করে ফেসবুক বা অন্য কোনো সামাজিক মাধ্যমে উপস্থিত থাকতে পারবেন না। ‘বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫’ অনুসরণ করতে হবে সকলকে।”

সভায় পুলিশ সদস্যদের সতর্ক ও পেশাদার আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন কমিশনার মজিদ আলী।

পাশাপাশি অনলাইন জিডি সম্পর্কেও সকল সদস্যকে পর্যাপ্ত ধারণা রাখার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের উন্নত সেবা নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) সফিজুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান, তোফায়েল আহম্মেদ ও আব্দুর রশিদ।

সভায় উপস্থিত অফিসার ও সদস্যদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা শুনে কমিশনার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। এছাড়া গত মাসের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি সম্পর্কেও অবহিত হন তিনি।