সাবেক জেলা জজ ও ডিসির বিরুদ্ধে কক্সবাজারে ভূমি অধিগ্রহণ দুর্নীতির মামলার শুনানি চট্টগ্রাম বিশেষ জজ আদালতে অনুষ্ঠিত হচ্ছে
আদালত ভবন, চট্টগ্রাম

চট্টগ্রামে জমি প্রতারণা মামলায় দুই ভাই কারাগারে

চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জমি প্রতারণার মামলায় আত্মসমর্পণ করা দুই ভাইকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বাদী টেরীবাজারস্থ মেসার্স ছিদ্দিক ছাতার স্বত্বাধিকারী আবু সাঈদ চৌধুরী সম্রাট। তিনি উত্তর হালিশহর ও দক্ষিণ কাট্টলী মৌজার প্রায় ৩ কানির বেশি সম্পত্তি নিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ সি.আর. ৬০৮/২০২৩ (হালিশহর) নম্বরে মামলা দায়ের করেন।

আদালত সিআইডি-কে তদন্তের নির্দেশ দিলে রিপোর্ট পরবর্তী সময়ে অভিযুক্ত দুই ভাই, নুরুল আবছার (৩৫)নুরুন্নবী মিটু (৩৪) — উভয়ের স্থায়ী ঠিকানা উত্তর সলিমপুর, কালুশাহ নগর, জাফরাবাদ, সীতাকুন্ড, চট্টগ্রাম — গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) আদালতে আত্মসমর্পণ করেন।

বিষয়টি শুনানি শেষে আদালত অপরাধের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় জামিন নামঞ্জুর করে তাদের হাজতে প্রেরণের নির্দেশ দেন

অভিযুক্তদের পিতা মোঃ সিরাজ উদ্দৌলাহ, যিনি সাগরিকা শীপ ব্রেকিং, আর.এ. শীফ ব্রেকিং ও সি.সাইড ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী, তার ছেলে হিসেবে অভিযুক্তদের পরিচয় উঠে আসে।

এই মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উল আলম এমিন ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।