ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–কে আধুনিক ও সময়োপযোগী করার লক্ষ্যে সরকার ‘Code of Criminal Procedure (Second Amendment) Ordinance, 2025’ শীর্ষক একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই খসড়া তৈরি করে সর্বসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করেছে।
প্রাথমিক খসড়াটি আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে (http://www.lawjusticediv.gov.bd) প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত করার আগে জনসাধারণ, আইনজীবী, বিচারক, গবেষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত আহ্বান করা হয়েছে।
আগামী ৭ জুলাই, ২০২৫ এর মধ্যে খসড়ার ওপর মতামত পাঠাতে অনুরোধ করা হয়েছে। মতামত পাঠানোর ঠিকানা:
-
ই-মেইল: section8.justice@gmail.com
-
ডাক ঠিকানা:
সিনিয়র সহকারী সচিব
বিচার শাখা-৮
আইন ও বিচার বিভাগ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
খসড়াটি সময়োপযোগী ও বাস্তবভিত্তিক করে গড়ে তুলতে সরকারের এই উদ্যোগকে সংশ্লিষ্ট মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।