প্যানেল আইনজীবী নেবে এনপিসিবিএল

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ (এনপিসিবিএল) প্যানেল আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য আইনজীবীদের প্রতিষ্ঠানের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্র পাঠানোর শেষ সময় ২২ জুলাই ২০২৫।

আবেদনের যোগ্যতা

এনপিসিবিএলের প্যানেল আইনজীবী হিসেবে আবেদন করতে হলে প্রার্থীর অবশ্যই:

  • বাংলাদেশি নাগরিক ও ঢাকায় বসবাসকারী হতে হবে

  • ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে হাইকোর্ট বিভাগে অন্তত ১০ বছর

  • কমপক্ষে ৩০টি মামলা এককভাবে এবং ৫০টি মামলা যৌথভাবে পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে

  • অবসরপ্রাপ্ত জেলা জজ আবেদন করতে পারবেন, যদি তিনি বর্তমানে আইনজীবী হিসেবে কর্মরত থাকেন

  • আপিল বিভাগে এনরোলড থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

  • নিজস্ব মালিকানায় বা ভাড়াকৃত মানসম্পন্ন চেম্বার,

  • ন্যূনতম একজন সহকারী আইনজীবী, একজন ক্লার্ক ও একজন কর্মচারী থাকা বাধ্যতামূলক

  • সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চেম্বার থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে

সুযোগ-সুবিধা

এনপিসিবিএলের প্যানেল আইনজীবীর তালিকাভুক্তির মেয়াদ দুই বছর। তবে এ সময়ে কোনো মাসিক বেতন বা সম্মানী প্রদান করা হবে না। মামলা পরিচালনা, প্রতিদ্বন্দ্বিতা এবং অন্যান্য আইনগত সেবার জন্য এনপিসিবিএল কর্তৃক নির্ধারিত ফি প্রদান করা হবে, যা সময়ে সময়ে অফিস আদেশের মাধ্যমে জানানো হবে।

ফি এবং শর্তাবলি এনপিসিবিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে:
👉 http://www.npcbl.gov.bd

আবেদন প্রক্রিয়া

  • আবেদন করতে হবে NPCBL-এর নির্ধারিত ফরমে, যা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে

  • আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে:

    • ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি

    • জাতীয় পরিচয়পত্রের কপি

    • শিক্ষাগত ও পেশাগত সনদের কপি

    • হালনাগাদ বার কাউন্সিল এনরোলমেন্ট সনদ

    • অভিজ্ঞতার প্রমাণপত্র

  • সাক্ষাৎকারে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে

আবেদন পাঠানোর ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ (NPCBL)
ই-১৩/ডি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (৮ম তলা)
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

আবেদনের শেষ সময়

২২ জুলাই ২০২৫, অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পৌঁছাতে হবে।