রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।
আজ বুধবার (৯ জুলাই) সকালে তাকে আওয়ামী লীগের অন্যান্য সাবেক মন্ত্রী ও এমপিদের সঙ্গে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
সকাল থেকে বৃষ্টি পড়ছিল। সে সময় তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বৃষ্টি কিছুটা কমলে সকাল সোয়া ১০টার দিকে পলকসহ অন্যদের আদালতের কাঠগড়ায় তোলা হয়।
এই সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। আদালতের শুনানি শেষে যখন তাকে আবার হাজতখানায় নেওয়া হচ্ছিল, তখনও তিনি কান্নারত ছিলেন।
এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন,
“পলক ভাইকে আজ যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আনা হয়। এদিন আদালতে এসেই তিনি খবর পান, তার নির্বাচনী এলাকার কিছু লোক মারা গেছেন। এ কারণে তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।”
উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট বিমানবন্দর থেকে জুনাইদ আহমেদ পলককে আটক করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নতুন করে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো তাকে।