একই আদেশের বিরুদ্ধে দুই আবেদন, আইনজীবীকে তলব
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আপিল বিভাগে দ্বিতীয় চেম্বার কোর্ট ও হাইকোর্টে নতুন কোম্পানি বেঞ্চে পেপার ফ্রি কার্যক্রম শুরু ২০ জুলাই

বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রমে নতুন ধারা যুক্ত হতে যাচ্ছে। আগামী ২০ জুলাই ২০২৫ খ্রি. থেকে আপিল বিভাগে দ্বিতীয় চেম্বার কোর্ট চালুর ঘোষণা দিয়েছে আদালত প্রশাসন। একই দিন থেকে হাইকোর্ট বিভাগের একটি কোম্পানি বেঞ্চে কাগজমুক্ত (Paper Free) বিচার কার্যক্রম শুরু হবে।

এই উদ্যোগকে বিচার ব্যবস্থায় প্রযুক্তির এক ধাপ অগ্রগতি এবং বিচারিক প্রক্রিয়াকে আরও দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমানে একটি মাত্র চেম্বার কোর্ট নিয়মিত কার্যক্রম পরিচালনা করে। বিচারিক জট কমাতে এবং বিচারপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে ২০ জুলাই থেকে আরও একটি চেম্বার কোর্ট চালু হচ্ছে। এটি বিচারপতিদের কাজের ভার কমাবে এবং আবেদন নিষ্পত্তির গতি বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে তথ্যপ্রযুক্তিনির্ভর বিচারিক পরিবেশ তৈরির অংশ হিসেবে হাইকোর্ট বিভাগের একটি কোম্পানি বেঞ্চে পেপার ফ্রি বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এতে মামলা সংক্রান্ত সব নথিপত্র ও শুনানি হবে ডিজিটাল ফরম্যাটে, যার ফলে সময়, কাগজ এবং প্রশাসনিক ব্যয় কমবে।

এই উদ্যোগ সবুজ প্রযুক্তি বাস্তবায়ন এবং ই-জুডিশিয়ারির উন্নয়নের অংশ বলে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তর থেকে বিচারপতিদের মধ্যে ই-ফাইলিং, ডিজিটাল কজলিস্ট ও ভার্চুয়াল শুনানির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে অধস্তন আদালত পর্যায়েও পেপার ফ্রি কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই পদক্ষেপের ফলে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো বিচারপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।