অ্যাডভোকেটশীপ মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে অনলাইনে
বাংলাদেশ বার কাউন্সিল

বার কাউন্সিল ভবনের রেস্ট হাউজের ভাড়া যৌক্তিককরণের দাবিতে আইনজীবীদের আবেদন

নতুন নির্মিত বাংলাদেশ বার কাউন্সিল ভবনের রেস্ট হাউজের রুম ভাড়ার হার যৌক্তিককরণের দাবি জানিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে হাউজ কমিটির চেয়ারম্যান বরাবর লিখিতভাবে আবেদন জমা দিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একদল সদস্য।

নতুন বার কাউন্সিল ভবনের রেস্ট হাউজ ও ক্যান্টিন উদ্বোধন হয় ২০২৫ সালের ৭ জুলাই, যদিও পুরো ভবনের উদ্বোধন হয়েছিল ২০২৩ সালের ২১ অক্টোবর। ঢাকার বাইরে থেকে আগত আইনজীবীদের জন্য এই রেস্ট হাউজ দীর্ঘদিনের প্রয়োজনীয়তা ছিল। তবে, বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত ভাড়া প্রকাশের পর তা নিয়ে অসন্তোষ দেখা দেয় আইনজীবী মহলে।

তাঁরা মনে করছেন, মধ্যবিত্ত ও নবীন আইনজীবীদের সাধ্যের মধ্যে না থাকায় রেস্ট হাউজের মূল উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। কেউ কেউ মন্তব্য করেছেন—“এই ভাড়ায় বাইরে ভালো মানের হোটেল পাওয়া গেলে রেস্ট হাউজে থাকব কেন?”

আবেদনে বলা হয়, সারা দেশের আইনজীবীরা এই রেস্ট হাউজ ব্যবহার করতে আগ্রহী হলেও বর্তমান ভাড়া হার সেই উদ্দেশ্য ও কল্যাণ ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য রুম ভাড়া পুনর্বিবেচনা করে তা যেন বাস্তবসম্মত ও সহনীয় পর্যায়ে রাখা হয়—সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এই আবেদনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে স্বাক্ষর করেন – অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান, অ্যাডভোকেট মো. ফজলুল সাব্বির, অ্যাডভোকেট মো. এমরান হোসেন, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মো. আবু তালিব চৌধুরী, অ্যাডভোকেট মো. সালাউদ্দিন পারভেজ, অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন, অ্যাডভোকেট দৌলত হোসেন, অ্যাডভোকেট মো. ফোরকান হক এবং অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

এছাড়া আবেদনের অনুলিপি বার কাউন্সিলের চেয়ারম্যান, সচিব এবং এক্সিকিউটিভ কমিটির চেয়রাম্যান ও হাউজ কমিটির সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) বরাবর প্রদান করা হয়েছে।