২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন সংঘটিত গণহত্যায় নিজ অংশগ্রহণের কথা স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এক স্বতঃস্ফূর্ত বক্তব্যে তিনি জানান, “আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমি রাজসাক্ষী হতে চাই।”
আইজিপি হিসেবে জুলাই গণহত্যার সময় দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতে বলেন, “এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাষ্ট্রের পক্ষে সাক্ষ্য দিতে প্রস্তুত।”
তাঁর এই বক্তব্য গ্রহণ করে ট্রাইব্যুনাল বিষয়টি রেকর্ডে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন।
এর আগে একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন। মামলায় আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করা হয়।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অভিযোগ গঠনের আদেশের মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণহত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানিতে অংশ নেন। গ্রেপ্তারকৃত আসামি আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন এবং তিনিই স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন।