রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের মূল ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের মূল ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

আইনগত সহায়তা প্রদান আইন বিষয়ক গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন

আইনগত সহায়তা প্রদান আইন বিষয়ক সম্প্রতি প্রকাশিত গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা

বুধবার (৯ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের মূল ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরাও একত্রিত হন।

এই মানববন্ধনের সভাপতিত্ব করেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু। সঞ্চালনায় ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন: অ্যাডভোকেট স্বপন কুমার সোম (সাবেক সভাপতি, রাজবাড়ী বার), অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু (আহ্বায়ক, জেলা বিএনপি), অ্যাডভোকেট মো. কামরুল আলম (সদস্যসচিব, জেলা বিএনপি), অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম (জামায়াত নেতা ও রাজবাড়ী-১ আসনের সাবেক প্রার্থী) ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “এক স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে, আরেক স্বৈরাচার ক্ষমতায় এসে আবারো স্বৈরাচারী আচরণ শুরু করেছে।”

তারা আশঙ্কা প্রকাশ করেন, উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রম শুরু হলে সাধারণ মানুষের হয়রানি আরও বাড়বে

বিশেষভাবে বক্তারা অভিযোগ করেন, ১ জুলাই ২০২৫-এ প্রকাশিত আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত গেজেটটি সাধারণ মানুষের বিরুদ্ধে এবং এটি অবিলম্বে বাতিল করতে হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি গেজেট বাতিল না করা হয়, তাহলে আইনজীবীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। প্রয়োজনে ইউনুস সরকারকে হটাতেও আইনজীবীরা মাঠে নামবেন।”

বক্তারা আরও বলেন, “ইউনুসকে আইন সংশোধনের দায়িত্ব দেওয়া হয়নি। আইন সংশোধন করার অধিকার কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরই রয়েছে।”

তারা সরকারের উদ্দেশে আহ্বান জানান— দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং বিতর্কিত গেজেট বাতিল করে গণতন্ত্রের প্রতি আস্থার প্রমাণ দিতে হবে।