বাংলাদেশের ৫০ সেরা আইনজীবীর তালিকা প্রকাশ করলো এশিয়া ল’ জার্নাল
বাংলাদেশের ৫০ সেরা আইনজীবীর তালিকা প্রকাশ করলো এশিয়া ল’ জার্নাল

এশিয়া বিজনেস ল’ জার্নালের তালিকায় বাংলাদেশের ৫০ সেরা আইনজীবী

হংকংভিত্তিক আন্তর্জাতিক আইনবিষয়ক প্রকাশনা এশিয়া বিজনেস ল’ জার্নাল ২০২৫ সালের জন্য বাংলাদেশের ৫০ জন শীর্ষ আইনজীবীর তালিকা প্রকাশ করেছে।

আজ শুক্রবার (১১ জুলাই) জার্নালটির অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়। এই তালিকায় দেশ-বিদেশে সমাদৃত আইন বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যারিস্টার এবং কর্পোরেট ও মানবাধিকার খাতে সুপরিচিত ব্যক্তিবর্গ স্থান পেয়েছেন।

প্রকাশিত তালিকায় রয়েছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ব্রিটিশ কুইন্স কাউন্সেল ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, ব্যারিস্টার আখতার ইমাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন এবং সংবিধান ও মানবাধিকার বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক

তালিকায় আরও স্থান পেয়েছেন মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, কর্পোরেট আইন বিশারদ ব্যারিস্টার নিহাদ কবির, আইটি ও মিডিয়া খাতের ব্যারিস্টার ওমর সাদাত, পরিবেশবাদী আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম

আরও পড়ুনপরিবেশবিরোধী অপরাধে ছয় মাসে সাড়ে ২৫ কোটি টাকা জরিমানা, জব্দ আড়াই লাখ কেজি পলিথিন

শীর্ষ আইনজীবীর তালিকায় থাকা অন্যরা হলেন— ব্যারিস্টার আনিতা রহমান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ব্যারিস্টার আশরাফুল হাদী, ব্যারিস্টার সাকিব মাহবুব, ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার সজীব মাহমুদ আলম, ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার, ব্যারিস্টার সামির সাত্তার, ব্যারিস্টার আনাম হোসাইন, ব্যারিস্টার তানজীবুল আলম, ব্যারিস্টার ওমর এইচ খান, ব্যারিস্টার ইউসুফ আলী, ব্যারিস্টার খান খালিদ আদনান, ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার সাজেদ সামী আহমেদ, ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, ব্যারিস্টার এ এস এ বারী, এন এম ইফতেখারুল আলম ভুঁইয়া, ড. শরীফ ভুঁইয়া, মামুন চৌধুরী, ব্যারিস্টার নাসির-উদ দৌলা, সামস-উদ দৌলা, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, এম আর আলভী হাকিম, ব্যারিস্টার মারগুব কবির, ব্যারিস্টার মাসুদ খান, মাইদুল হক খান, সুহান খান, ওয়াহিদ সাদিক খান, ব্যারিস্টার রাকিব খোন্দকার, আমিনা খাতুন, সাহওয়ার নিজাম, ব্যারিস্টার শাওন এস নোবেল, ব্যারিস্টার আলামিন রহমান, ফেরদৌস রহমান, মোহাম্মদ ফারুক রহমান, ব্যারিস্টার এ এস এম সাকিব শিকদার ও এম আর উদ্দিন।

ব্যারিস্টার সাকিব মাহবুব, যিনি নিজেও তালিকাভুক্ত হয়েছেন, তিনি বলেন—”স্বাধীন গবেষণা, পিয়ার ল ফার্ম, আইনজীবী ও ক্লায়েন্টদের মতামতের ভিত্তিতেই এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এটি এশিয়ার অন্যতম সম্মানজনক প্ল্যাটফর্ম, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত আইনবিদদের স্বীকৃতি দেওয়া হয়।”

প্রসঙ্গত, গত বছর ২০২৪ সালেও এশিয়া বিজনেস ল’ জার্নাল বাংলাদেশের শীর্ষ ২০ আইনজীবীর একটি তালিকা প্রকাশ করেছিল, যা এ বছর বেড়ে ৫০ জনে উন্নীত হলো।

আইন পেশাজীবীদের মধ্যে এই স্বীকৃতি দেশের বিচার ও আইনি পেশার জন্য এক অনন্য সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে।