জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি পৃথক বিভাগ গঠন করা হচ্ছে। এর একটি হবে রাজস্ব নীতি বিভাগ, অন্যটি রাজস্ব বাস্তবায়ন বিভাগ। নতুন এই দুই বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে শিগগিরই একটি স্বতন্ত্র নীতিমালা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (১৩ জুলাই) সকালে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রমকে অধিকতর গতিশীল করতে গঠিত উপদেষ্টা পরিষদের আহ্বায়ক হিসেবে ফাওজুল কবির খান বলেন, এনবিআরকে ভেঙে দুই বিভাগ করার বিষয়ে এখন আর কোনো কর্মকর্তার আপত্তি নেই। তবে এই প্রক্রিয়ায় বিদ্যমান রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশে কিছু ত্রুটি রয়েছে। অধ্যাদেশে চতুরতার আশ্রয় নিয়ে কিছু ধারা রাখা হয়েছে, যা সংশোধনের সুপারিশ করা হবে।
তিনি আরও বলেন, এনবিআর কর্মকর্তাদের আন্দোলন একপর্যায়ে সরকারবিরোধী চরিত্র নিয়েছে। দেশের অর্থনীতি ও রাজস্ব আদায় ব্যবস্থাকে জিম্মি করতেই এই আন্দোলন করা হয়েছিল। এতে সরকারের আস্থা হারিয়েছেন তারা। এখন নতুন কাঠামোতে কাজের মাধ্যমে সেই আস্থা পুনরুদ্ধার করতে হবে।
ফাওজুল কবির খান বলেন, “দেশের অর্থনীতি প্রত্যাশার জায়গায় না এলেও এখন অনেকটাই গতিশীল হয়েছে। ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বন্দর ব্যবস্থাপনায় গতিশীলতা আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।”
সংবাদ সম্মেলনে উপদেষ্টা কমিটির সদস্য শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।