পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত এক শতাংশ সারচার্জ বন্ধের দাবিতে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)।
সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন গত বৃহস্পতিবার (১০ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চে রিটটি দাখিল করেন।
রিটে বাদী হয়েছেন সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। আইনজীবী এ কে এম আজাদ হোসেন জানান, চলতি সপ্তাহেই এই রিটের শুনানি হতে পারে।
এর আগে গত ৪ জুন সারচার্জ আদায় বন্ধের দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মোবাইল অপারেটরদের আইনি নোটিশ পাঠায় সিসিএস।
নোটিশে বলা হয়, পদ্মা সেতু নির্মাণের জন্য ২০১৬ সালে মোবাইল ফোনের খরচের ওপর এক শতাংশ সারচার্জ আরোপ করা হয়। এই সারচার্জের মাধ্যমে ইতোমধ্যে ভোক্তাদের কাছ থেকে দুই হাজার কোটি টাকার বেশি আদায় করা হয়েছে।
তবে ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন হলেও এখনো সেই সারচার্জ আদায় অব্যাহত রয়েছে। যা ভোক্তা স্বার্থের পরিপন্থী ও আইন বিরোধী।
সিসিএস জানায়, ২০১৫ সালের ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন’-এর ৪নং ধারায় সরকারের নির্দিষ্ট সময়ের মধ্যে সারচার্জ আদায়ের কথা বলা হলেও বাস্তবে কোনো মেয়াদ নির্ধারণ করা হয়নি। ফলে বছরের পর বছর ভোক্তাদের কাছ থেকে আদায় চলছে।
সিসিএস-এর পক্ষ থেকে দাবি করা হয়, পদ্মা সেতুর নির্মাণ শেষ হলেও মোবাইল ফোনের ওপর আরোপিত এই সারচার্জ অব্যাহত রেখে ভোক্তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বিষয়টি অবিলম্বে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।