আদালতে সাক্ষীকে জেরার সময় মারা গেলেন আইনজীবী
শোক

আদালতে মামলার শুনানিকালে আইনজীবীর মৃত্যু

চাঁদপুর জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে মৃত্যুবরণ করেছেন আইনজীবী আব্দুল মান্নান খান মহিন।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আদালতে শুনানির সময় হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান তিনি।

পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে আব্দুল মান্নান খান মহিনের বয়স হয়েছিল ৫১ বছর। তিনি জেলার হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম ইসমাইল হোসেন ব্যাপারী।

স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি চাঁদপুর সদর উপজেলা পরিষদের দক্ষিণে নিজ বাড়িতে বসবাস করতেন।

২০১০ সালে তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে আইন পেশায় যুক্ত হন।

জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কুহিনূর বেগম জানান, আব্দুল মান্নান খান মহিন আদালতে একটি রিভিশন মামলার অ্যাডমিশন শুনানি করছিলেন। শুনানির সময় হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান এবং বেঞ্চের সাথে লেগে তার মাথায় আঘাত লাগে।

পরবর্তীতে তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. মুনতাকিম হায়দার রুমি, হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান ও জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম সুমন সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়।

আইনজীবীর আকস্মিক মৃত্যুতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, আদালতের বিচারক ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।